Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে: নজরুল ইসলাম খান

    


  বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা না করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। তার জীবননাশের চেষ্টা চলছে। 

  মঙ্গলবার (৩০ নভেম্বর) ময়মনসিংহের নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উপযুক্ত চিকিৎসার দাবিতে এই সমাবেশ করে বিএনপি।  
   
  নজরুল ইসলাম বলেন, মেডিক্যাল বোর্ডের সদস্যরা বলছেন, খালেদা জিয়ার যে বয়স এবং তার যে রোগ সবমিলিয়ে সুস্থ করতে হলে বিদেশে নিয়ে চিকিৎসা করতে হবে। দলীয় নেতাকর্মী ও দেশের জনগণ তাকে সুস্থ দেখতে চায়।

  সমাবেশে ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, নির্বাহী সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন প্রমুখ। 

  প্রকাশিত: মঙ্গলবার ৩০ নভেম্বর ২০২১

  Post Top Ad

  Post Bottom Ad