• সর্বশেষ আপডেট

    এবার রাস্তায় নেমেছে চট্টগ্রামের শিক্ষার্থীরা

      

    নিরাপদ সড়ক ও গণপরিবহনে হাফ পাস দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরের ওয়াসা মোড় সড়কের এক পাশে অবস্থান নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক ও গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে স্লোগান দিতে দেখা যায় তাঁদের।

    চট্টগ্রাম নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীরা সড়কের মাঝখানে অবস্থান নিতে চাইলেও পুলিশ বাধা দেয়।

    হাজেরা-তজু কলেজের শিক্ষার্থী জয়নাল আবেদীন বলেন, নিরাপদ সড়কের দাবিতে তাঁরা পথে নেমেছেন। সড়কে একের পর এক শিক্ষার্থীর মৃত্যু হচ্ছে। এর প্রতিকার চান তাঁরা। আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়, সেই দাবি তাঁদের।

    আন্দোলনে অংশ নেওয়া কলেজশিক্ষার্থী মিনহাজুর রহমান বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তুলনায় গাড়িভাড়া বেড়েছে বেশি। তাঁদের যাতায়াতের ভাড়াও বেড়ে গেছে। এখন অর্ধেক ভাড়া দিতে চাইলে চালক ও তাঁর সহকারীরা অসদাচরণ করেন। কখনো হুমকিও দেন। এসবের প্রতিবাদে তাঁরা আন্দোলন করছেন।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার আরাফাতুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাঁরা কখনো কখনো সড়ক অবরোধের চেষ্টা করলেও তাঁদের বুঝিয়ে সড়কের এক পাশে সরিয়ে দেওয়া হয়।

    রাজধানী ঢাকায় গণপরিবহনে হাফ ভাড়ার বিষয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হলেও চট্টগ্রামে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিকেলেই বৈঠকে বসছেন চট্টগ্রামের বাসমালিক সংগঠনের নেতারা।

    মঙ্গলবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন, ঢাকায় শুধু বিআরটিসি বাসগুলো হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে গণপরিবহন মালিকপক্ষের কাছ থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। তবে চট্টগ্রামে হাফ ভাড়ার বিষয়ে আমরা বিকেলে গণপরিবহন মালিকদের নিয়ে একটা বৈঠক করব। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেব।


    প্রকাশিত: মঙ্গলবার ৩০ নভেম্বর ২০২১