• সর্বশেষ আপডেট

    ডুবে যাওয়া ফেরি উদ্ধারে পাটুরিয়ায় উদ্ধারকারী রুস্তম

      

    পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রো-রো ফেরি আমানত শাহ উদ্ধারে চতুথ দিনের উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজে অংশ নিতে সকালে ঘাটে এসে পৌঁছায় বিআইডব্লিউটিএ'র উদ্ধারকারী জাহাজ রুস্তম। তবে এখনও রুস্তম উদ্ধারকাজ শুরু করেনি। ফেরির ভেতরে আটকে থাকা ট্রাক উদ্ধারের পর ফেরিটি উদ্ধারে রুস্তম কাজ শুরু করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

    তিনি আরও বলেন, ডুবে যাওয়া যানবাহনের মধ্যে আরও দুটি পণ্য বোঝাই ট্রাক উদ্ধারে কাজ চলছে। ট্রাক দুটি তোলার পর ফেরি তোলার প্রক্রিয়া শুরু হবে। তাতে উদ্ধারকারী জাহাজ রুস্তম অংশ নেবে।
    এদিকে আজ সকাল ৮টা থেকে ডুবে যাওয়া ফেরি থেকে পণ্যবাহী যানবাহন উদ্ধারে কাজ শুরু তরে উদ্ধারকারী জাহাজ হামজা। গত বুধবার প্রথম দিনের উদ্ধার অভিযানে একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে পাঁচটি যানবাহন উদ্ধার করা হয়। শুক্রবার তৃতীয় দিনের উদ্ধার অভিযানে আরও তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১২টি যানবাহন উদ্ধার করা হয়েছে।

    প্রকাশিত: শনিবার ৩০ অক্টোবর ২০২১