• সর্বশেষ আপডেট

    বিএনপি’র সাবেক নেতা নৌকার প্রার্থী

      


    খাগড়াছড়ির দীঘিনালায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেককে নৌকার মনোনয়ন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে নিজ বাসভাবনের আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কবাখালি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

    লিখিত অভিযোগে তিনি বলেন, ‘আব্দুল বারেক দিঘীনালা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ২০১৪ সালে নির্বাচনি কেন্দ্রের সংগ্রাম কমিটির সদস্য ছিলেন। এছাড়া তার দুই সহোদর বিএনপির বর্তমান সাংগঠনিক ও প্রচার সম্পাদক। দলের ত্যাগী  নেতাদের মনোনয়ন না দিয়ে অনুপ্রবেশকারীকে মনোনয়ন দেওয়া হয়েছে।’ এ জন্য উপজেলা আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি। এ সময় তিনি আব্দুল বারেকের মনোনয়ন বাতিল করে ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি জানান।

    এ বিষয়ে জানতে চাইলে নৌকা মনোনীত প্রার্থী আব্দুল বারেক বলেন, ‘আমি একসময় বিএনপি করতাম। ২০১৪ সালে আওয়ামী লীগের যোগদান করেছি। এবার নৌকার প্রতীক পেয়েছি, তাই চেয়ারম্যান পদে নির্বাচন করছি।

    প্রকাশিত: শুক্রবার  ২৯ অক্টোবর ২০২১