• সর্বশেষ আপডেট

    কোন স্বর্গসুখের আশায় বিএনপিকে ভোট দেবেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

      


    ঢাকা- আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের কোনো আশা নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, মানুষ তাদেরকেই ভোট দেয়, যাদের ক্ষমতায় যাওয়ার আশা আছে।

    জাতিসংঘ সাধারণ অধিবেশন থেকে দেশে ফিরে সংবাদ সম্মেলনে সোমবার এই মন্তব্য করেন সরকার প্রধান।

    বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী বরাবর গণমাধ্যমের সামনে আসেন। শুরুতে তিনি তার সফরের বিষয়ে একটি লিখিত বক্তব্য রাখেন। তবে গণমাধ্যমকর্মীরা সাধারণত সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে প্রশ্ন রাখেন।

    বিএনপির দুই মেয়াদের শাসনামল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার মেয়াদের তুলনামূলক বর্ণনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এরপরও কারা, কেন, কোন সুখে বিএনপিকে ভোট দেবে? কী কারণে অন্যদের ভোট দেবে?’

    এ নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। মোবাইল দিয়েছি। ইন্টারনেট দিয়েছি। আমরা এগিয়ে যাচ্ছিলাম। করোনার কারণে কিছুটা থমকে গেছি। তবে থেমে যায়নি। জরুরি সবকিছু যতটা সম্ভব চালু রাখার ব্যবস্থা করেছি। এরপরও কেন অন্যদের ভোট দেবে?’

    সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির এক নেতা এতিমের অর্থ আত্মসাৎকারী। আরেক নেতা ২১ আগস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত। এরপরও জনগণ কিসের আশায়, কোন ভরসায় তাদের ভোট দেবে?’

    প্রধানমন্ত্রী বলেন, আপনারা জাতির পিতার শাসনামল, আমার শাসনামল এবং বিএনপিসহ অন্যদের শাসনামলের তুলনা করেন। তাহলেই তো আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন।


    প্রকাশিত: সোমবার ০৪ অক্টোবর ২০২১