• সর্বশেষ আপডেট

    ভাসানচর থেকে পালাতে এলাকাবাসীর হাতে ধরা খেল ১৮ রোহিঙ্গা

      


    মোঃ ইব্রাহিম  নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয়েছে ১৮জন রোহিঙ্গা নাগরিক।আটককৃতদের মধ্যে রয়েছে, ১০ জন শিশু  ও ০৮ জন  প্রাপ্তবয়স্ক রোহিঙ্গা নাগরিক। তবে তাৎক্ষণিক জেলা পুলিশ প্রশাসন তাদের নাম ঠিকানা জানাতে পারেনি।গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী। পরে রাত আড়াইটার দিকে তাদের আটক করে পুলিশ চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে নিয়ে আসে।
    নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, ভাসানচর আশ্রয়ন কেন্দ্র থেকে নৌকা যোগে পালানোর সময় চেয়ারম্যান ঘাট এলাকায় স্থানীয় এলাকাবাসী ১৮জন রোহিঙ্গাকে আটক করে। আটককৃত রোহিঙ্গাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে এনে রাখা হয়েছে। পরববর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।
    প্রকাশিত: শুক্রবার ১৭ সেপ্টেম্বর, ২০২১