• সর্বশেষ আপডেট

    বাকলিয়া ওয়ার্ডে ‘মর্ডানা’ টিকা ক্যাম্পেইন

       

    নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আগামী ৭ আগস্ট শনিবার শুরু হতে যাওয়া করোনার
    ভ্যাকসিন (মর্ডানা) প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত আরবান
    কমিউনিটি ভলান্টিয়ারদের নিয়ে গত মঙ্গলবার (৩ আগস্ট) সকালে ডিসি রোডস্থ ওয়ার্ড
    কার্যালয়ে এক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়। সভায় কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম প্রধান অতিথি
    হিসেবে উপস্থিত থেকে ভলান্টিয়ারদের মাঝে ইউনিফর্ম ও মাস্ক বিতরণ করেন।


    কমিউনিটি ভলান্টিয়ারগণ তাদের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রে আগামী ৭ আগস্ট শনিবার টিকাদান
    কর্মসূচিতে দায়িত্বরত থাকবে। ওয়ার্ডের তিনটি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। কেন্দ্রগুলো
    হলো, ডি সি রোডস্থ কাউন্সিলর কার্যালয়, সৈয়দ শাহ রোডের আরবান কমিউনিটি হেলথ কেয়ার
    সেন্টার, মৌসুমী আবাসিক এলাকা মোড়ের ক্রিস্টাল ভিউ স্কুল।

     প্রতিদিন ২’শ জন করে প্রতিকেন্দ্রে মোট ৬০০ জনকে টিকা প্রদান করা হবে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী শুধুমাত্র ৭ আগস্ট শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ওয়ার্ডে ‘মডার্ণা’ টিকাদান
    কর্মসূচি চলবে। এজন্য কাল শুক্রবারের মধ্যে এনআইডি বা জন্মনিবন্ধন সনদের ছায়ালিপি দিয়ে
    টিকা গ্রহীতাদের নিজেদের নাম রেজিস্ট্রেশন করার আহান জনিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর
    শহিদুল আলম। তিনি বলেন, আমরা প্রথমে নিবন্ধিত সিনিয়র সিটিজেনদের টিকা প্রদান
    নিশ্চিত করবো। পরবর্তীতে নিবন্ধিত ১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের অগ্রাধিকার প্রদান করা
    হবে। এসময় মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুছা,ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য এম
    তৌহিদুল ইসলাম,মোহাম্মদ সেলিম, আমিনুল ইসলাম আজাদ, মোহাম্মদ মাঈনুল কামাল প্রমুখ
    উপস্থিত ছিলেন।

    প্রকাশিত: বৃহস্পতিবার ০৫ আগস্ট, ২০২১