• সর্বশেষ আপডেট

    উত্তর পাহাড়তলীতে প্রধানমন্ত্রীর উপহার (নগদ অর্থ) বিতরণ সম্পন্ন

      


    এম এ মেহেদিঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (নগদ অর্থ) বিতরণ করা হয়েছে।

    আজ মঙ্গলবার বিকেলে পাহাড়তলী গালর্স স্কুল প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর উপহার (নগদ অর্থ) বিতরণ কর্মসূচি  অনুষ্ঠিত হয়।

     এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

    নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন   ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম

    প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, পাহাড় কাটা
    বন্ধ করা ও অবৈধ দখলদার উচ্ছেদের ব্যাপারে কঠোর অবস্থানের কথা পুনঃব্যক্ত করে বলেন, এ
    ব্যাপারে যে যত বড় শক্তিবান হোক না কেন এখানে তিল পরিমাণ ছাড় দেয়া হবে না।
    তিনি পাহাড়ে অবস্থানরত বৈধ-অবৈধভাবে বসবাসকারিদের ঝুঁকি এড়াতে সরকারি
    নির্দেশনা মেনে চলার আহান জানান।

    মেয়র আরো বলেন, চসিক চট্টগ্রাম নগরীতে অবস্থিত পাহাড় গুলোর পাদদেশে
    প্রতিরক্ষা দেয়াল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। তবে পাহাড় কাটা
    প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও পাহাড় ধ্বংসকারীদের বিরুদ্ধে
    সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও অপরিহার্য বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মো. ইলিয়াছ খান, মো. জামাল উদ্দিন, মো.
    জসিম উদ্দিন, মো. ফজলুল করিম, মো. সেলিম বাদশা, মো. ফাহিম, নেওয়াজ আহমেদ
    প্রমুখ।


    প্রকাশিত: মঙ্গলবার ১০ আগস্ট, ২০২১