• সর্বশেষ আপডেট

    চট্টগ্রামে অষ্টম শ্রেণী পাশ ভুয়া এমবিবিএস ডাক্তার পুলিশের হাতে ধরা



    চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন কর্নেল হাট এলাকা থেকে মোঃ খোরশেদ আলম (৪২) নামের একজন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে আকবরশাহ থানা পুলিশ।

    আজ ০৬ জুলাই মঙ্গলবার দুপুর ০১:১৫ ঘটিকার সময়  আকবরশাহ থানাধীন কর্নেল জোন্স রোড, হাজী ইব্রাহিম ম্যানশন, কাট্টলি মেডিকেল হল থেকে তাকে আটক করা হয়।

    আটকৃত ভুয়া ডাক্তার  মোঃ খোরশেদ আলম (৪২), হাটহাজারী থানার  আব্দুর রহিমের ছেলে সে
    বর্তমানে পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় বসবাস করেন। 

    আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহির হোসেন জানান, মোঃ খোরশেদ আলম নিজেকে ডাঃ মুহাম্মদ খোরশেদ আলম, এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউলজী), ডিগ্রীধারী এবং নিউরোমেডিসিন, স্নায়ুরোগ, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে উক্ত ফার্মেসীতে চিকিৎসা প্রদান করে আসছে।

    ওসি আরো জানান, প্রকৃতপক্ষে সে কোন ডাক্তার নয়। তিনি অষ্টম শ্রেণী পাশ, ঢাকা মেডিকেল
    কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করত মর্মে ঘটনার বিষয়ে স্বীকার করে।

    এসময় ডাক্তারী কাজে ব্যবিহিত বিভিন্ন ডাক্তারী সরঞ্জাম সহ, নাম ফলক, ভিজিটিং কার্ড, সীলমোহর উপস্থাপিত কাগজপত্র জব্দ করা হয়।

    ওসি জানান, সে ইতিপূর্বে ২০১৭ সালে মাগুরায় ভুয়া চিকিৎসক হিসেবে ভ্রাম্যমান আদালত কর্তৃক এক বৎসরের কারাদন্ড প্রাপ্ত হয় এবং একইভাবে ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৬ মাসের দন্ডপ্রাপ্ত হয় বলে জানা যায়। উক্ত বিষয়ে প্রতারণা, জালিয়াতি, ছদ্মবেশধারণ এর অপরাধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। 

    প্রকাশিত: মঙ্গলবার ০৬ জুলাই, ২০২১