• সর্বশেষ আপডেট

    ভাসানচর থেকে পালানোর সময় রোহিঙ্গাসহ আটক ৭


    মোঃ ইব্রাহিম নোয়াখালীঃ- নোয়াখালীর ভাসানচর থেকে পালানোর সময় পাঁচ রোহিঙ্গাসহ সাতজনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (১০ জুলাই) রাতে ভাসানচরের ৩ নম্বর ল্যান্ডিং পয়েন্ট থেকে আটক করা হয়।

    আটক রোহিঙ্গারা হচ্ছেন, ৬৩ নম্বর ক্লাস্টারের জি-১ রুমের মৃত শেখ আহমদের ছেলে হাবিবুল্ললাহ (৩১), ২৫ নম্বর ক্লাস্টারের এম-৫-৬ রুমের মজিবুর রহমানের ছেলে নুরুল আমিন (১৮), ৫৬ নম্বর ক্লাস্টারের এল-৫-৬ রুমের মৃত আবদুল মোতালেবের ছেলে আবদুস সুকুর (৩৫), ৪৭ নম্বর ক্লাস্টারের ডি-৫-৬ রুমের নুরে আলমের ছেলে মো. নয়ন (২৮) ও ২৮ নম্বর ক্লাস্টারের এম-১১ রুমের সাইফুল ইসলামের ছেলে নুর কবির (১৮)। এসময় নৌকার মাঝি (দালাল) নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর পূর্ব চরমুজিব গ্রামের মৃত বুলু মাঝির ছেলে জিল্লুর রহমান (২১) ও একই উপজেলার সমিরহাটের আদর্শগ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. আলা উদ্দিনকেও (২৮) নৌকাসহ আটক করা হয়।

    রোববার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড ভাসানচর থানায় একটি মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করে।

    প্রকাশিত: রবিবার ১১ জুলাই, ২০২১