• সর্বশেষ আপডেট

    বিবিসির ভোটে ইতিহাসের সেরা নেতা নির্বাচিত হলেন ভারতীয় রাজা



    আব্রাহাম লিংকন, উইনস্টন চার্চিল, এলিজেবাথ ১ এবং জোয়ান অফ আর্কের মতো ব্যক্তিত্বদের পেছনে ফেলে বিবিসির ভোটাভুটিতে বিশ্ব ইতিহাসের সেরা নেতা নির্বাচিত হলেন শিখ রাজা মহারাজা রণজিত্‍ সিং।

    বিবিসি ওয়ার্ল্ড হিস্টোরি ম্যাগাজিনের আয়োজিত এই ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন পাঁচ হাজার মানুষ। মোট ভোটের ৩৮ শতাংশ ভোট রণজিৎ সিং পেয়েছেন। তাঁর সাম্রাজ্যে সাধারণ মানুষ যে ভাবে স্বাধীন ভাবে বেঁচে থাকার সুযোগ পেতেন, তা আজকের দিনে দুর্লভ, এমনই মনে করেছেন ভোটদাতারা।

    ইতিহাসের শ্রেষ্ঠ বিশ্বনেতাদের তালিকায় প্রথম কুড়ির মধ্যে আছেন মুঘল সম্রাট আকবর, ফরাসি বিপ্লবের নেত্রী, জোয়ান অফ আর্ক এবং রুশ রানি ক্যাথরিন দা গ্রেট। এঁদের তুলনায় কিছু রণজিত্‍ সিং কিছুটা অপরিচিত মুখই বলে চলে।

    বিবিসি ওয়ার্ল্ড হিস্টোরি ম্যাগাজিনের সম্পাদক ম্যাট এলটন মনে করেন রণজিৎ সিংয়ের দেখানো পথ এখনও সাধারণ মানুষের কাছে অনুপ্রেরণা।

    উল্লেখ্য, লায়ন অব পঞ্জাব নামে পরিচিত ছিলেন রণজিত্‍ সিং। শিখ খালসা সেনাবাহিনীর আধুনিকীকরণ করেছিলেন তিনি। ১৮৩৯ সালে তাঁর মৃত্যু হয়।

    প্রকাশিত: বৃহস্পতিবার ১৪ জুলাই, ২০২১