• সদ্যপ্রাপ্ত সংবাদ

    আবারো চট্টগ্রামে সংক্রমন বেড়েছে করোনা'র, শনাক্তের হার ১৭ শতাংশ



    জসিম তালুকদার (চট্টগ্রাম): চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে কেউ মারা যাননি। তবে এ সময়ে নতুন করে ১৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১৭ শতাংশ । 

    আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৫ হাজার ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৪৫ জন।

    জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৩৫টি করোনার নমুনা পরীক্ষা করা হয়।গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১০৬ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৫২ জন।

    ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মারা যাননি। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া লোকজনের মধ্যে ৪৫৩ জন নগরের। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৯২ জন।

    আগের দিন সোমবার চট্টগ্রামে করোনায় তিনজন মারা যান। এদিন ৯১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। ২২৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ২৪ শতাংশের বেশি ।

    চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।


    প্রকাশিত: মঙ্গলবার ১৫ জুন, ২০২১