• সর্বশেষ আপডেট

    জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন চেয়ে চবি ছাত্রলীগের মানববন্ধন


    জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন করে ‘মহান মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর’ করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ।  

    মঙ্গলবার (১ জুন) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান ছাত্রলীগ।

    বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে  আরও বক্তব্য রাখেন,  বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুমন নাসির, ছাত্রলীগ নেতা নিজাম উদ্দিন শিমুল, মেহেদী হাসান, নাঈম উদ্দীন আজাদ, আব্দুল্লাহ আল নাহিয়ান রাফি, মোমিনুল ইসলাম মোহন, আলতাফ, কাজী পাপন, শোয়েবুর রহমান কনক প্রমুখ।  

    এসময় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, মহান মুক্তিযোদ্ধাদের স্মৃতিতে নির্মিত জাদুঘরের নাম কোনোভাবেই জিয়ার নামে হতে পারে না। জননেত্রী শেখ হাসিনার ছাত্রলীগ যতদিন বেঁচে থাকবে ততদিন এই অন্যায় মেনে নেওয়া হবে না। ছাত্রলীগের দাবি এ স্থাপনার নাম পরিবর্তন করে ‘মহান মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর’ করা হোক।  

    প্রসঙ্গত, চট্টগ্রামে পুরাতন সার্কিট হাউজে প্রতিষ্ঠিত জিয়া স্মৃতি জাদুঘরকে ‘মুক্তিযুদ্ধ জাদুঘর, চট্টগ্রাম’ ঘোষণার যে দাবি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তুলেছেন, সম্প্রতি তার বিরোধিতা করেন নগর বিএনপির আহ্বায়ক শাহাদত হোসেন।

    প্রকাশিত: মঙ্গলবার ০১ জুন, ২০২১