• সর্বশেষ আপডেট

    অনিয়ম দুর্নীতির সংবাদ প্রচারের জের, সন্দ্বীপে সংবাদকর্মীর উপর হামলা


    নরোত্তম বনিক:- টিআর প্রকল্পের কাজের অনিয়মের সংবাদ প্রচারের জের ধরে সন্দ্বীপের এক সংবাদকর্মীর উপর হামলা করেছে স্থানীয় কাউন্সিলের বখাটে পুত্র। আহত সংবাদকর্মীর নাম মিজানুর রহমান টিটু। তিনি সরকার অনুমোদিত অনলাইন পোর্টাল জুম বাংলা এর সন্দ্বীপ প্রতিনিধি।

    সন্দ্বীপ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের টিআর প্রকল্পের ৫০ হাজার টাকা বরাদ্দে পৌরসভা ৬ নং ওয়ার্ডে কার্গিল হাই স্কুল সড়কে মাটি দিয়ে সংস্কার কাজে অনিয়ম করে। কাউন্সিলর মাত্র ৭ হাজার টাকার কাজ করে সংস্কার কাজ গুটিয়ে নেয়। এই বিষয়ে মিজানুর রহমান টিটু জুম বাংলা পোর্টালে সংবাদ প্রচার করলে কাউন্সিলর পুত্র সাকিব (২১) মিজানুর রহমান টিটুর উপর চড়াও হন। গত ৩ মে রাতে টিটু বাড়ি যাওয়ার পথে সাকিবের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী তাকে বেধড়ক মারধর করে মারাত্মক ভাবে জখম করে। উপস্থিত জনতা তাকে উদ্ধার করে বাড়ি দিয়ে আসলে কাউন্সিলর পুত্র সাকিব সংবাদকর্মী মিজানুর রহমান টিটুর বাড়ির দরজায় গিয়ে ৬/৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বিষয়টি প্রেসক্লাব সভাপতি রহিম উল্ল্যা পুলিশে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

    আহত সংবাদকর্মী মিজানুর রহমান টিটু বলেন, সত্য সংবাদ প্রচারের জের ধরে আমার উপর হামলা হয়েছে। আমার বাড়িতে গুলি ছুড়েছে। আমি এর উপযুক্ত বিচার এবং কার্গিল হাই স্কুল সংলগ্ন রাস্তা সংস্কার প্রকল্পের কাজে তদন্তের দাবি জানাচ্ছি।

    সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি রহিম উল্ল্যা বলেন, সংবাদ প্রকাশের জের ধরে সংবাদকর্মীর উপর হামলা জঘন্য বর্বরোচিত বিষয়। আমরা এই ঘটনার উপযুক্ত বিচার দাবী করছি। উল্লেখ্য কাউন্সিলর পুত্র সাকিবের বিরুদ্ধে এর আগেও এলাকায় অপহরণ, চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

    হামলার ঘটনায় মিজানুর রহমান টিটু ৪ মে সন্দ্বীপ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

    প্রকাশিত: বৃহস্পতিবার ৬ মে, ২০২১

    অনিয়ম দুর্নীতির সংবাদ প্রচারের জের, সন্দ্বীপে সংবাদকর্মীর উপর হামলা