• সর্বশেষ আপডেট

    সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে আবার দুবাই প্রবাসী যাত্রী লাঞ্ছিত!

    চট্টগ্রামের কুমিরা থেকে সন্দ্বীপ গুপ্তছড়া। মাঝে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল। দূরত্ব মাত্র ১০ মাইল বা ১৬ কিলোমিটারের মতো। তবু এই অল্প দূরত্ব পাড়ি দিতেও নানা ঝক্কি পোহাতে হয় সন্দ্বীপগামী যাত্রীদের। ছোট-বড় নৌযানে কোনোমতে সন্দ্বীপ পৌঁছানো গেলেও ঘাটে থাকা শ্রমিকদের দুর্ব্যবহারের শিকার হতে হয় যাত্রীদের প্রতিনিয়ত

    যাত্রী হয়রানি, টিকেট কালোবাজারি, লাগেজ কেলেঙ্কারি সাথে, টিকেটের মূল্যের অসংগতিপূর্ণ যেন নিত্যদিনের ঘটনা হইয়ে দাঁড়িয়েছে সন্দ্বীপের গুপ্তছড়ার এই ঘাটটি

    তারই ধারাবাহিকতায় ৫ মে ২০২১ সকাল ৬টাই টিকের জন্য দীর্ঘ ক্ষন লাইনে দাঁড়িয়ে লিগেল ভাবে যাত্রীরা টিকেট পাচ্ছে না, অথচ লাইনে না দাঁড়িয়ে তাদের পরিচিত লোক টিকেট পাচ্ছে! এই নিয়ে প্রতিবাদ করাতে প্রবাসী যাত্রী -কে হুমকি দেয় বেশি কথা বলবি নদীতে পেলে দিবো শালার হুত শালা, মানিক নামের এক লোক

    সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে আবার দুবাই প্রবাসী যাত্রী লাঞ্ছিত!

    ২৫০ টাকার টিকেট নিচ্ছে ৩০০ টাকা তাও প্রতিবাদ করলে ইজ্জত হারাতে হবে, কেউ তাই প্রতিবাদ ও করে না। ইজ্জত সম্মানের কথা ভেবে যাত্রীরা তাদের সাথে বিবাদে জরাচ্ছে না বলে তারা প্রতিনিয়ত যাত্রী দের সাথে যা ইচ্চে তা করে যাচ্ছে! বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা

    একই ঘাটে জুন, ২০১৯ এ দুই প্রবাসীকে ঘাট শ্রমিকরা পিটিয়ে নদীতে পেলে দেয়, এর ফলে সন্দ্বীপ, হালিশহর সহ অনেক জায়গায় প্রদিবাদ হয়, অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করা হয়

    জেলা পরিষদের মালিকানাধীন এই ঘাটটি পরিচালনা করছেন ইজারাদার এস এম আনোয়ার হোসেন। তিনি দেশের বাইরে থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি।

    প্রকাশিত: বুধবার ৫ মে, ২০২১