• সদ্যপ্রাপ্ত সংবাদ

    রাজধানীর মুগদায় অস্ত্রসহ তিনজন গ্রেফতার


    রাজধানীর মুগদা এলাকা হতে অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলো- মোঃ সুমন (২২), মোঃ সাইদুল ইসলাম (৩২) ও মোঃ লিটন (২৯)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে একটি চাপাতি, দুটি ছোরা উদ্ধার করা হয়।

    ১০ মে, ২০২১ (সোমবার)ভোর ০৪.৫৫ টায় মুগদা বিশ্বরোড এলাকায় অভিযান করে তাদেরকে গ্রেফতার করা হয়।

    মুগদা থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহা জানান, গোপন সূত্রে জানা যায়, কতিপয় দুস্কৃতিকারী  মুগদা বিশ্বরোড এলাকায় ধর্তব্য অপরাধ সংঘটনের জন্য সমবেত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান করে সুমন, সাইদুল ও লিটনদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা ডাকাতি করার উদ্দেশ্য উক্তস্থানে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেছিল মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান। এ সংক্রান্তে মুগদা থানায় মামলা রুজু হয়েছে।

    প্রচলিত আইন অনুসারে, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    প্রকাশিত: মঙ্গলবার ১১ মে, ২০২১