সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি খুন!
চট্টগ্রামের সীতাকুণ্ডে দূর্বৃত্তের ছুরিকাঘাতে মো.কোরবান আলী সোহেল (২৬) নামে এক যুবক খুন হয়েছেন।
মঙ্গলবার (১৮ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলা পরিষদ গেইটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো.কোরবান আলী সোহেল উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড তেলিপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে সে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন বণিক জানান, মো.কোরবান আলী সোহেলের বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় অবস্থায় স্হানীয়রা সীতাকুণ্ড উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনাস্থল থেকে নিহতের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, সোহেল একজন ট্রাক চালক, এবং বিনএনপি নেতা কামাল হত্যার অন্যতম আসামি।
প্রকাশিত: বুধবার ১৯ মে, ২০২১