• সর্বশেষ আপডেট

    সুন্দর বনে মধু আনতে গিয়ে বাঘের আক্রমনে যুবক নিহত

                                                                    মধু সংগ্রহের জন্য নৌকা বাঁধতেই সবার আগে একাই সুন্দরবনে ঢুকে পড়েন হাবিবুর

    পশ্চিম বন বিভাগের আওতাধীন সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে পৃথক বাঘের আক্রমণে হাবিবুর রহমান ওরফে হাফু (২৭) নামে এক মৌয়াল নিহত হয়েছে। 

    বুধবার (১৪ এপ্রিল) সুন্দরবনের হোগলদড়া খাল সংলগ্ন এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি। 

    নিহত মৌয়াল হাবিবুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের আব্দুল আজিজ মোল্লার ছেলে। অপরদিকে, বাঘের আক্রমণে নিহতের নাম মো. রবিউল ইসলাম শেখ (২০)।

    নিহত হাবিবুর রহমানের ভাই আনিস মোল্লা জানান, তারা সাতজন একসঙ্গে বন বিভাগ থেকে বৈধ পাশ নিয়ে গত ১ এপ্রিল মধু আহরণ করতে সুন্দরবনে যান। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তারা মধু আহরণের জন্য হোগলদড়া খালে নৌকা বাঁধেন। এ সময় তার ছোট ভাই হাবিবুর রহমান সবার আগে একা একা বনে ঢুকতেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। কয়েক মুহুর্ত পরে তিনি বনে ঢুকতেই দেখেন রক্তাক্ত হাবিবুর মাটিতে পড়ে আছে ও আক্রমণকারী বাঘ তাকে (হাবিবুর) টেনে নিচ্ছে। কিন্তু তাকে দেখে বাঘটি হাবিবুর রহমানকে ছেড়ে পালিয়ে যায়। পরে নিহত হাবিবুরের মরদেহ নিয়ে লোকালয়ে ফেরেন তারা।

    বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন

    প্রকাশিত: বুধবার ১৪ এপ্রিল, ২০২১