• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বিএনপি নেত্রী নিপুণ রায় আটক


    রাজধানীর রায়েবাজার এলাকা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়কে আটক করেছে পুলিশ। রোববার (২৮ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে নিপুণকে আটক করা হয় জানান তার পরিবারের সদস্যরা।

    তারা বলেন, ‘কোনো কাগজপত্র ছাড়ায় তাকে সাদা পোশাকের পুলিশ সদস্যরা চারতলায় উঠে নিয়ে যায়। তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সবগুলোতে তিনি জামিনে আছেন।’

    বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আযাদ এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে তার রায়ের বাজারের বাসা থেকে কিছুক্ষণ আগে পুলিশ আটক করেছে। কী কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

    নিপুণ রায় চৌধুরী গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধু এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে।


    প্রকাশিত: রবিবার ২৮ মার্চ, ২০২১