• সর্বশেষ আপডেট

    বিশ্ব সুন্নী আন্দোলনের আক্কিদা ই চিরন্তন আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্কিদা


    শানে গাওসেপাক, শানে খাজা বাবা ও জামে আওলিয়া রাহমাতাল্লাহি আলাইহিম
    সম্মেলন ও সালাতু সালাম মাহফিল উপলক্ষে উত্তর হালিশহর চৌধুরী পাড়া সুন্নী জনতার উদ্যোগে বৃহস্পতিবার সালাতু সালাম মাহফিল আল্লামা মুফতি রেজাউল কায়সার এসব কথা বলেন। 

    অনুষ্ঠিত সমাবেশে মাওলানা জামশেদ এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাহবারে দ্বীন ও মিল্লাত, বিশিষ্ট লেখক গবেষক ও মিডিয়া আলোচক আল্লামা মুফতি রেজাউল কায়সার, বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা রাসেদুল ইসলাম সাহেব।

    উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জনাব আসরাফুল আলম জুয়েল, আমির
    হোসেন, রিয়াজ আহমেদ, সিরাজুম মুনির ফয়সাল। সম্মেলনে ”বিশ্ব সুন্নী
    আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা সৈয়দ আল্লামা ইমাম হায়াতের সমগ্র বিশ্ব মন্ডলির জন্য দেয়া দিকদিশা তুলেধরে আল্লামা মুফতি রেজাউল কায়সার বলেন, প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাহহি ওয়া সাল্লামকে দয়াময় আল্লাহতাআলার নূর হিসাবে ঈমান রাখতে হবে এবং নূরে আত্মা-জীবন-রাষ্ট্র ও বিশ্ব আলোকিত করতে হবে, প্রধান আলোচক বলেন ইসলামের ছদ্মবেশধারী নবীদ্রোহী ওলীদ্রোহী খুনী সন্ত্রাসী বাতিল ফেরকা, নাস্তিক্যউদ্ভূত বস্তুবাদী মতবাদ ও মানবতাবিরোধী গোষ্ঠীবাদি স্বৈরতন্ত্র তথা কোন প্রকার বাতিল জালেম অপশক্তির সমর্থন করে আউলিয়া কেরামের অনুসারী তথা মুমিন হওয়া যায়না। আওলিয়া কেরামকে আল্লাহতাআলার উদ্দেশ্যে নূরে এলাহী প্রানাধিক প্রিয়নবীর প্রেমে প্রাণপণ উৎসর্গতার প্রদীপ হিসেবে উল্লেখ করে বক্তা বলেন, সর্ব বাতিল থেকে মুক্ত থেকে মিথ্যা ও জুলুমের বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম এবং দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তি
    সাধনাই আওলিয়া কেরামের উত্তরাধিকার তথা ঈমানের পবিত্র কলেমার অঙ্গীকার।

    তিনি আরও বলেন সর্ব বাতিল থেকে পবিত্র হয়ে দয়াময় আল্লাহতাআলার সম্পর্কের মূল এবং সত্য ও মানবতার উৎস একমাত্র প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাহহি ওয়া সাল্লামের হয়ে যাওয়া তথা ঈমানিয়াত এবং বাতিল জালিম অপশক্তির বিনাশী গ্রাস থেকে জীবন ও মানবতার সুরক্ষায় সত্য ও মানবতা ভিত্তিক সমাজ-রাষ্ট্র-বিশ্বব্যবস্থাখেলাফতে ইনসানিয়াত গড়ে তোলাই মহান আওলিয়া কেরামের শিক্ষা।

    সম্মেলনে দ্বীনের প্রকৃতধারা তথা আওলিয়া কেরামের নির্দেশিত পূর্ণাংগ পথের পূণরুজ্জীবন এবং মিল্লাত ও মানবতার স্বাধীনতার পূণরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।


    প্রকাশিত: শনিবার ২৭ ফেব্রুয়ারি, ২০২১