• সর্বশেষ আপডেট

    কলাপাড়ার অবহেলিত জনপদের মানুষের জন্যইন্টারনেট সেবা চালু হলো

    রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ- কলাপাড়ায় সাগর পাড়ের অজোপাড়া গায়ের ঝোপ-জঙ্গল অধ্যুষিতঅবহেলিত জনপদের মানুষের জন্য চালু হলো ইন্টারনেট সেবা। খানেসূর্যের দিকে তাকিয়ে সময় নির্ধারন করা ও মোরগের ডাক শুনেঘুম ভাঙ্গত ধুলাস্বার ইউনিয়নের এলাকার  মানুষের, সেখানে এখনইউনিয়নের প্রতিটি বাড়িই পৌছে গেছে বিদ্যুৎ।

    সর্বোপরিএবার চালু হলো মাসুদনেট জোন ইন্টারনেট সার্ভিস। শনিবারসন্ধ্যার দিকে স্থানীয় বাবলাতলা বাজারে ইন্টারনেট সংযোগ সেবাঅনুষ্ঠানিক উদ্ভোধন করেন পটুয়াখালী-০৪, কলাপাড়া আসনেরসংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা মহিলাআওয়ামী লীগের আহ্বাায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, অন্যান্যদেরমধ্য উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুসদালাল, সমাজ সেবক মোস্তফা হাওলাদার ও কলাপাড়া মহিলা আওয়ামীলীগ নেত্রি সালমা কবিরসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ওগনমাধ্যম কর্মীরা।

    মাসুদনেট জোনের নির্বাহী পরিচালক হাবিবুর  রহমান মাসুদতালুকদার বলেন, এই প্রথমবারের মতো অজোপাড়া গায়ের অবহেলিতজনপদের মানুষের জন্য ইন্টারনেট সেবা চালু করেছি। ৪ দিনএখানাকার মানুষ ফ্রি ইন্টারনেট সেবা ব্যবহার করেত পারবে।পটুয়াখালী-০৪, কলাপাড়া  আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষমহিবুর রহমান মহিব এমপি বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশগড়ার লক্ষে উন্নয়নমূলক ব্যাপক কাজ করেছে। এরই ফলসরূপ ধুলাস্বারইউনিয়নের অজো পাড়া গায়ের এ ইউনিয়নের সকল মানুষ ইন্টারনেটসুবিধা পাচ্ছে।

    প্রকাশিত: রবিবার, ০৩ জানুয়ারি, ২০২১