• সর্বশেষ আপডেট

    আদালতের শর্ত ভঙ্গ, ২আসামি ফের গ্রেফতার


    আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর গ্রামে ভূমি বিরোধের জেরে মঙ্গলবার গভীর রাতে বসতঘরে হামলা ও লুটপাটের ঘটনায় ২ আসামীকে ফের জেল হাজতে প্রেরণ করেছে বিজ্ঞ  আদালত।

     চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কৌশিক আহম্মদ খোন্দকার এর আদালতে এ রায় প্রদান করা হয়।

    গত মঙ্গলবার (২৮শে ডিসেম্বর ) দায়েরকৃত মামলায় মঙ্গলবার  (১৯শে জানুয়ারি ২১) চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কৌশিক আহম্মদ খোন্দকার এর আদালতে মোট ১১জন আসামি হাজির হয়ে জামিন বর্ধিত করনের আবেদন করেন, অন্যদিকে বাদীপক্ষ জামিন বাতিলের জন্য আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ বিচারক আগের জামিনের শর্ত ভঙ্গের দায়ে শওকত ওসমান(৩৫) ও শাহাদাত ওসমান নামের ২ আসামীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

    উল্লেখ্য, গত ২৮শে ডিসেম্বর পূর্বের ভূমি বিরোধের জেরে কামাল সওদাগরের বাড়িতে প্রায় ২শ’ অজ্ঞাত সন্ত্রাসী গভীর রাতে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে হামলা ও লুটপাট করে। পরে বাড়ির প্রধান গেইট ভেঙ্গে পুকুরে ফেলে দেয়। ঐ দিন কামাল সওদাগরের ছোট ছেলে মোর্শেদ বাদী হয়ে লুটপাট, ভাংচুর ও হত্যার অভিযোগে ১১ জনকে আসামী করে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন।

    প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১