• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ১৫ দিন করোনার সঙ্গে লড়াই করে পরাজিত।



    সৌদি আরবের মদিনায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রামের পটিয়ার উপজেলার এক যুবক। তার নাম নেজামুল হক রোকন (৪৫) মদিনায় তিনি হোটেলের ব্যবসা করতেন।

    বুধবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত নয়টার দিকে সৌদি আরবের মদিনার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। 

    ওই যুবক চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ মনসা গ্রামের অধিবাসী।

    মৃত নেজামুল হক রোকনের দুইজন কন্যাসন্তান রয়েছে।চ

    জানা গেছে, সৌদি আরবের মদিনায় আবাসিক হোটেলের ব্যবসার সঙ্গে যুক্ত নেজামুল হক রোকন ১৫ বছরেরও বেশি সময় ধরে প্রবাসজীবন যাপন করছিলেন। করোনায় লকডাউন শুরু হওয়ার অল্প কয়েকদিন আগে ১৪ মার্চ তিনি দেশ থেকে সৌদি আরব যান। দুই সপ্তাহ আগে তার শরীরে করোনার জীবাণু ধরা পড়ে। এরপরই তাকে মদিনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

    টানা প্রায় ১৫ দিন করোনার সঙ্গে লড়াই করে শেষপর্যন্ত বুধবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত নয়টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    করোনা বিধি অনুযায়ী নেজামুল হক রোকন মদিনাতেই দাফন করা হবে বলে জানা গেছে।


    প্রকাশিত: শুক্রবার, ১১ ডিসেমম্বর, ২০২০