সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিকালে আটক তিন!
মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিকালে জনতা তিনজনকে আটক করে পুলিশ সোপর্দ করেছে। সোমবার (১৪ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি মামলা হয়েছে।
মিষ্টি দোকানী বিমল জানান, সোমবার বিকেলে কাপাসিয়া বাস স্ট্যান্ড এলাকায় তার ‘ভাই ভাই মিষ্টান ভান্ডার’ অপরিছন্ন পরিবেশে মিষ্টি রাখার অভিযোগ তুলে দোকানীর কাছে সাংবাদিক পরিচয়ে দুইজন ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় আশপাশের দোকানীরা এসে তাদের জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হলে থানা পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ তল্লাশি করে তাদের কাছে একাধিক পত্রিকার পরিচয় পত্র পায় এবং সংশ্লিষ্ট পত্রিকা অফিস ফোন দিয়ে দুই জনের পরিচয়পত্র ভুয়া বলে নিশ্চিত হয়।
আটককৃতরা হলো- যশোর জেলার কোতায়ালী থানার শেখহাটির মনির হোসেনর স্ত্রী মনি আক্তার, চুয়াডাঙ্গা সদর আদর্শ পাড়ার মাসুদ রানা রাব্বি ও গাজীপুর সদরের জোরপুকুর পাড় এলাকার বর্ষা কিরণ। পরে মিষ্টির দোকানী বিমল বাদি হয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযাগে মামলা করেন।
কাপাসিয়া থানার ওসি মোঃ আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।
প্রকাশিত: সোমবার, ১৪ ডিসেমম্বর, ২০২০