আকবরশাহয় যুবককে কুপিয়ে জখম!
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় জাহিদ (২২) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা।
এঘটনায় আকবরশাহ থানায় মামলা দায়ের করেছে আহতের পরিবার।
সোমবার (৩০ নভেম্বর) সন্ধা সাড়ে সাতটার দিকে বিশ্ব কলোনি এইচ ব্লক সরকারি হাসপাতালের মাঠে এই ঘটনা ঘটে।
হামলাকারীরা হলেন, আকবরশাহ এলাকার মামুন ( ৩২)-প্রকাশ ডাকাত মামুন) মোজাহিদ(৩০) বিজয় (১৯) আলাউদ্দিন (১৮)।
মামলা সূত্রে জানা যায় অভিযুক্ত হামলাকারীরা কিছুদিন আগে হামলার শিকার জাহিদকে দিয়ে পতিপক্ষকে গায়েল করতে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করায়।
পরে জাহিদ ভূল বুজতে পেরে আবার মামলাটি তুলে নেন, যার কারণে জাহিদের উপর ক্ষীপ্তহয় সন্ত্রাসীরা। এরপর থেকে তার উপর হামলা করার পরিকল্পনা করে তারা।
সোমবার সন্ধায় জাহিদ এইচ ব্লক সরকারি হাসপাতাল মাঠে অবস্থান করছে জেনে হামলাকারী মামুন কয়েকজন নিয়ে এসে হত্যার উদ্দ্যেশ্য জাহিদকে কুপাতে থাকে এসময় জাহিদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
এবিষয়ে জানতে চাইলে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহির হোসেন দিগন্ত নিউজকে বলেন, সোমবার সন্ধায় জাহিদ নামে এক যুবককে কুপিয়েছে কয়েকজন সন্ত্রাসী,এঘটনায় থানায় একটি মামলা হয়েছে দ্রুত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ্যা গ্রহণ করা হবে।
প্রকাশিত: মঙ্গলবার, ০১ ডিসেমম্বর, ২০২০