• সদ্যপ্রাপ্ত সংবাদ

    কালিয়াব প্রাঙ্গন অটিজম স্কুলের উদ্যোগে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন।

    জাতীয় প্রতিবন্ধী দিবস

    মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের কালিয়াব প্রাঙ্গন স্কুল মাঠে  ২৯তম আন্তর্জাতিক ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    ৩ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল দশটায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ দিবসটি ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী পালন করা হচ্ছে।শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটির সূচনা হয়।

    দিবসটির এ বছরের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে "কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুনভাবে টেকসই বিশ্ব গড়ি" প্রতিবন্ধীরা সমাজ ও পরিবারের বোঝা থাকবে না।

    উক্ত অনুষ্ঠানে প্রাঙ্গণ অটিজম স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শহিদউল্লাহ।  আরও উপস্থিত ছিলেন, আবুল হাসেম বিএসসি, অহিদুজ্জামান গোলাপ, সনমানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর সরকার প্রমুখ।

    প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ ডিসেমম্বর, ২০২০