Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  চট্টগ্রামে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ।


  নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবন নগর বিএনপির কার্যালয়ের সামনে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি।

  রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে পরপর ৪টি বিস্ফোরণের ঘটনা ঘটে। কোতোয়ালী জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা  বলেন, নগর বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়েছে। তবে ককটেল বিস্ফোরণ নয়, আমরা ফটকা ফাটানোর আলামত পেয়েছি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

  এর আগে দুপুরে নগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল থেকে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ। পরে বিকেলে পদবঞ্চিতরা এসে দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়।

  ছাত্রদলের নতুন কমিটির আহ্বায়ক মো. সাইফুল আলম  বলেন, পদবঞ্চিত কেউ আন্দোলন করার খবর আমাদের কাছে নেই। আমাদের নতুন কমিটিকে সবাই স্বাগত জানিয়েছে।

  প্রকাশিত: রবিবার, ২৭ ডিসেমম্বর, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad