• সর্বশেষ আপডেট

    দেড় লাখ পিচ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক!


    দিগন্ত ডেস্কঃ কক্সবাজারের উখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।
    র‌্যাব জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বাইল্যাখালি এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৫।

      এ সময় ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি নাম মোঃ মিজান (২১)। সে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা বনি আমিনের ছেলে।

    মিজানের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।
    কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার জালিয়াপালংয়ের বাইল্যাখালি এলাকায় মাদক কারবারিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালায়। 

    এ সময় ঘটনাস্থলে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে তার সাথে বস্তা তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২০