• সদ্যপ্রাপ্ত সংবাদ

    নৌ-পুলিশের অভিযান জাটকা ইলিশ ২লক্ষমিটার কারেন্ট জাল জব্দ


    রাসেল   কবির   মুরাদঃ কলাপাড়ায় রাবনাবাদ নদীর মোহনায় কুয়াকাটা নৌ-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ লক্ষ মিটার কারেন্ট জালসহ ১০ মন জাটকা ইলিশআটক করা হয়েছে।

     মঙ্গলবার (২৪ নভেম্বর)  পায়রা বন্দরের ৩ নম্বর বয়া সংলগ্ন নদী থেকে   এসব   জাল   আটক   করা   হয়।  এবং পরবর্তীতে  দুপরের  দিকে কলাপাড়া হেলিপ্যাড মাঠে জব্দকৃত জাল পুরিয়ে ফেলা হয়।

    এসময় আটকৃত  মাছ এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয়। অভিজানে নেতৃত্ব  দেন  নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) জগৎবন্ধু মন্ডল। সযোগীতা করেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী,   কুয়াকাটা   নৌ-পুলিশের   ইনচার্জ   এস.আই.মাহমুদ হোসেন ও এ.এস.আই.  কামরুল ইসলাম।

    কুয়াকাটা   নৌ-পুলিশের   ইনচার্জ   এস.আই.   মাহমুদ   হোসেন জানান,  নিয়মিত টহল কালে জাটকা ইলিশ ও জাল আটক করা হয়েছে এবং জাটকা বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।


    প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০