Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  নোয়াখালীতে মহানবী (সঃ)কে নিয়ে কটুক্তি, দুই ভাই গ্রেফতার।


                                         
                                 

  মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়ার ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করায় আটক দুই ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।সোমবার (২ নভেম্বর) দুপুর ৩টায় হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস গণমাধ্যম কর্মিদের জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তিনি আরো জানান, গতকাল রোববার (১ নভেম্বর) রাত ৮টার দিকে জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে ঘটনা ঘটে। 

  পরে এ ঘটনায় সোমবার দুপুর ১২টার দিকে সেন্টার বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.মিলাদ উদ্দিন ওরফে মিলাদ মাহমুদ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে আটক দুই ভাইকে আসামি করে মামলা দায়ের করেন।আটককৃতরা হলো- জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্য সোনাদীয়া গ্রামের দীপংকর চন্দ্র দাসের ছেলে বিপ্লব চন্দ্র দাস (২৭) ও তার ছোট ভাই ফুলক চন্দ্র দাস (২৩)।স্থানীয় সূত্রে জানা যায়, সেন্টার বাজারে আটক দুই ভাই প্রকাশ্যে ইসলাম ও হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করে। এ সময় উপস্থিত লোকজন তাদের কথা শুনে ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।তদন্ত কাঞ্চন কান্তি দাস জানান,ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আটক আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছ। ওই মামলার আলোকে তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২০


  Post Top Ad

  Post Bottom Ad