• সর্বশেষ আপডেট

    করোনা মোকাবিলায় আকবরশাহ থানা পুলিশের মাস্ক বিতরণ!


    চট্টগ্রাম অফিসঃ চট্টগ্রাম নগরীতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করার পাশাপাশি মাস্ক বিতরণ করেছে আকবরশাহ থানা পুলিশ।

    শনিবার (২৮ নভেম্বর)মোস্তফা হাকিম কলেজ রোড বিকেলে ৫৮ নং বিট এর উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।

    আকবরশাহ থানার উপ-পরিদর্শক (এএসআই) মো. জুয়েল জানায়, কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে শুরু থেকেই নিরলসভাবে কাজ করছেন পুলিশ সদস্যরা। সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস।

    করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ মোকাবিলায় আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জহির হোসেনের নেতৃত্বে এ মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা করা হয়। এ সময় যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

    করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা।

    এসময় উপস্থিত ছিলেন বিট নং-৫৮ এর সভাপতি  আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়াসহ এলাকায় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


    প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০