২৮ দিন যুদ্ধ করে করোনা মুক্ত নাছির!
দিগন্ত ডেস্কঃ ২৮ দিন যুদ্ধ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন করোনা মুক্ত হলেন। পর পর ৪ দফা নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসার পর ৫ বারের নমুনা পরীক্ষায় করোনা মুক্ত হলেন তিনি।
বুধবার (২৬ নভেম্বর) ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে তার ৫ বারের মত নমুনা পরীক্ষা করানো হয়। দুপুর নাগাদ তার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ ফলাফল এসেছে বলে জানানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায় বুধবার ৫ বারের মত চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। এই পরিক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে টানা ৪ বার উনার পজিটিভ এসেছিল। বর্তমানে উনি বাসায় সুস্থ আছেন।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর করোনা উপসর্গ নিয়ে নগরীর পার্ক ভিউ হসপিটালে ভর্তি হন আ জ ম নাছির। ওই দিন তার করোনা শনাক্ত হয়। আট দিন চিকিৎসা নিয়ে তিনি ১১ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফিরেন। তিনি সুস্থ থাকলেও তার ফুসফুস কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে শারীরিকভাবে সুস্থ থাকায় বাসায় চিকিৎসা নেন তিনি।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০