• সর্বশেষ আপডেট

    আবারো গণনা হবে জর্জিয়ার ভোট, এগিয়ে ছিলেন বাইডেন!

                                             

    আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে নতুন করে আবার ভোট গণনা হবে। রাজ্যের সেক্রেটারি অফ স্টেট ব্র্যাড রাফেন্সবার্গার এই ঘোষণা দিয়েছেন।

    ব্র্যাড রাফেন্সবার্গার বলেছেন, ৪ হাজার ১৬৯টি ভোট গণনা এখনও বাকি রয়েছে। পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো প্রায় ৮ হাজার ভোট এখন ডাকে রয়েছে।

    তিনি জানান, আজ দিনের মধ্যে এসে পৌঁছুতে পারলে সেগুলোও গণনা করা হবে। তিনি বলেন, এই মুহূর্তে জর্জিয়ায় ফল ঘোষণা করা কঠিন, ভোটের ব্যবধান এতই কম যে নতুন করে গণনা করতে হবে।

    রাফেন্সবার্গার বলেন, আমাদের নির্বাচন নিয়ে আগ্রহ জর্জিয়ার সীমান্তের বাইরেও আছে। পুরো দেশের ওপর জর্জিয়ার নির্বাচনের চূড়ান্ত হিসেবের একটা প্রভাব পড়বে, সেটা স্বাভাবিক। এরপরই কোন প্রশ্নের জবাব না দিয়ে রাফেন্সবার্গার চলে যান।

    এই রাজ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে জো বাইডেন তাকে ছাড়িয়ে যান।

    গার্ডিয়ানের সর্বশেষ তথ্যানুসারে এই রাজ্যে ৯৯ শতাংশ ভোট গণনা শেষে বাইডেন ট্রাম্প থেকে ১ হাজার ৫৭৯ ভোটে এগিয়ে আছেন। এরপরই এমন ঘোষণা এলো।

    প্রকাশিত: শনিবার, ০৭ নভেম্বর, ২০২০