• সর্বশেষ আপডেট

    ফোন করলেই পৌঁছে যাবে এ বারী ট্রাস্টের এম্বুলেন্স সার্ভিস




    মোঃওসমানঃ-আনোয়ারা বাসীর চিকিৎসা সেবার মান বাড়াতে নতুন করে যুক্ত হলো এ বারী ট্রাস্টের এম্বুলেন্স সার্ভিস। শুক্রবার ১৩ নভেম্বর  কোরআন খতম, দোয়া ও মোনাজাতের মাধ্যমে  এম্বুলেন্সের  উদ্ভোদন করা হয়।

     আনোয়ারা উপজেলার যেকোনো গ্রামে দিনরাত (২৪)ঘন্টা সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে এম্বুলেন্সটি।
     সেবা নিতে চালু করা হয়েছে হট লাইন-০১৭৭৯২৫১৪৯৬/০১৮১৯৩২০৭৪৮/০১৯৫৬৬৮৬৫০১

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলার ৪নংবটতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, এ বারী ট্রাস্টের চেয়ারম্যান ও বটতলী ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম।
     
    এসময় আর উপস্থিত ছিলেন শাহ মোহছেন আউলিয়া দরবার শরীফের মতোয়াল্লী এস এম ফজলুল করিম,বটতলী ইউনিয়ন বি এন পির সাবেক সাধারন সম্পাদক এস এম ইয়াহিয়া করিম টিপু, শাহ মোহছেন আউলিয়া দরবার শরীফের খাদেম সৈয়দ আবু তালেব ফকির,এস  এম আব্দুল মালেক,এস এম আলমগীর  ,দক্ষিন জেলা যুবদল নেতা ও সাবেক ছাত্রনেতা এস এম ইলিয়াস করিম মিটু, মোহাম্মদ ইলিয়াস, সহ আরো অনেকে।

     দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,
    শাহ মোহছেন আউলিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আহমদ উল্লাহ ও মাওলানা আব্দুল মোমেন আনোয়ারী সাহেব।


    প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০