• সদ্যপ্রাপ্ত সংবাদ

    আট সপ্তাহের আগাম জামিন পেলেন আলোচিত সংসদ নিক্সন!


    দিগন্ত ডেস্কঃ আট সপ্তাহের আগাম জামিন পেলেন ফরিদপুর ৪ আসনের জনপ্রীয় ও তুমুল আলোচিত মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি।
    মঙ্গলবার (২০ অক্টোবর) তার আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দায়িত্বরত কর্মকর্তাকে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে গত ১৫ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন থানায় ওই মামলা করে নির্বাচন কমিশন। গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে নিক্সন চৌধুরী ওই আচরণবিধি লঙ্ঘন করেন বলে মামলায় বলা হয়।

    তবে নিক্সন চৌধুরী অভিযোগ করেন, তার বক্তব্য সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এ কাজের জন্য তিনি তার শত্রুপক্ষকে অভিযুক্ত করেন।


    প্রকাশিত: মঙ্গলবার, ২০  অক্টোবর, ২০২০