Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  হাতিয়ায় লঞ্চের ছাদ থেকে পড়ে ১ শিশু নিখোঁজ


  মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধিঃ সোমবার ১১টায় দ্বীপ উপজেলা হাতিয়ায় তমরদ্দি লঞ্চ ঘাটে ঢাকা- হাতিয়া যাত্রীবাহী লঞ্চের ছাদ থেকে নদীতে পড়ে হৃদয় (১০) নামে এক শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে কোষ্টগার্ড ও ফায়ার সার্ভিসের দুটি টিম উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। 

  নিখোঁজ হৃদয় হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের ১নং ক্ষিরোদিয়া গ্রামে মৃত রফিক উদ্দিনের ছেলে।ঘাট সূত্রে জানা যায়, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য এমভি তাসরিফ-২ ও এমভি ফারহান-৩ নামের দুটি লঞ্চ তমরদ্দি ঘাটে অবস্থান করছিল।

   এসময় ঘাট এলাকার কিছু শিশু লঞ্চের ছাদে দুষ্টামি করা অবস্থায় লঞ্চের ছাদ থেকে হৃদয় নামে শিশুটি নদীতে পড়ে ডুবে যায়। সাথে সাথে ঘাটের শ্রমিকরা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিস ও কোষ্টগার্ডকে খবর দেয়। কোষ্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘাটে এসে নদীতে তাদের উদ্বার অভিযান অব্যাহত রেখেছে।
  এ ব্যাপারে হাতিয়া কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার এস.এম তাহসিন রহমান জানান, শিশুটি নিখোঁজ হওয়ার সংবাদ পেয়েছি। আমাদের একটি টিম ঘটনা স্থলে উদ্ধার অভিযান অব্যাহত রাখছে।


  প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad