• সর্বশেষ আপডেট

    গাজীপুরে ৪৮৫ বােতল ফেন্সিডিলসহ আটক -১


                                                                   ছবি দিগন্ত

    মোহাম্মদ তাজুল ইসলাম,গাজীপুরঃ গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ৪৮৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১। আটক হওয়া মাদক ব্যবসায়ীর নাম আতাকুল হাসান(২০)। সে নীলফামারী জেলার ডিমলা থানাধীন ডালিয়া এলাকার দুলাল হোসেনের ছেলে।

    বুধবার ( ০৭ অক্টোবর ) বিকেল ৫ টা ৩০ মিনিটে কালিয়াকৈর থানাধীন তুরাগ সিএনজি ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয় । 

    র‌্যাব সূত্রে জানা যায়, ফেন্সিডিলের একটি বড় চালান লালমনিরহাট হতে গাজীপুর চন্দ্রার দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে র‌্যাব-১ সদস্যরা। এসময় কালিয়াকৈর থানাধীন তুরাগ সিএনজি ফিলিং স্টেশন এর সামনে একটি ট্রাক(ঢাকা মেট্রো-ট ১৫-৭০০১) থেকে আতাকুলকে ৪৮৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। আটক করাহয় মাদকের কাজে ব্যবহৃত ট্রাকটি এবং মাদকব্যবসায়ীর ব্যবহৃত মোবাইল ফোন।

    র‍্যাব আরও জানায় আটককৃত আসামী সীমান্তের বিভিন্ন চোরাইপথ দিয়ে ভারতীয় তৈরি, আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল  বিক্রয়ের সাথে জড়িত। উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২০