• সর্বশেষ আপডেট

    ৭ গাড়িসহ চট্টগ্রাম কাস্টমসে নিলামে দরপত্র পড়েছে ২৯৬টি




    দিগন্ত ডেস্কঃ সাতটি গাড়িসহ চট্টগ্রামে বিভিন্ন পণ্য বিক্রির নিলামে অংশ নিতে এবার ২১৩টি লটের বিপরীতে ২৯৬টি দরপত্র জমা পড়েছে। নিলামে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন), জেলা প্রশাসকের দপ্তর এবং যুগ্ম কমিশনার (সদর), শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেট (ঢাকা দক্ষিণ) এর কার্যালয়ে নির্ধারিত টেন্ডার বক্স রাখা হয়েছিল।

    গতকাল বুধবার ৭ অক্টোবর বিকেলে চট্টগ্রাম কাস্টমসের নিলাম অনুষ্ঠিত হইয়েছে।আমদানি করে কাস্টমস থেকে দীর্ঘদিন ধরে ছাড়িয়ে না নেওয়া ও বিভিন্ন সময় আটক করা পণ্যগুলো নিলামে তোলা হয়।এবারের নিলামে লটের সংখ্যা যেমন বেশি, তেমনি কনটেইনারও বেশি।

    চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, এবার নিলামে উঠেছে সাতটি গাড়ি, কেমিক্যাল সামগ্রী, পেঁয়াজ, রসুন, স্টিল পণ্য, গার্মেন্টস এক্সেসরিজ, বিভিন্ন ধরনের কাপড়, ইলেকট্রনিক্স সামগ্রী, পেপার ও পেপারসামগ্রী, হার্ডওয়্যার, টেক্সটাইল মেশিনারিজ, সিরামিক আইটেমসহ নানান ধরনের পণ্য।

    এ নিলামে বন্দরের পি শেডে থাকা বিপজ্জনক পণ্যের ২৫টি লট রয়েছে। গত মাসে পি শেডের ৪৩ টি লট সহ ৪৯টি লটের বিশেষ নিলাম আয়োজন করেছিল কাস্টমসের নিলাম শাখা। 


    প্রকাশিত:বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২০