• সর্বশেষ আপডেট

    জমি নিয়ে বিরোধ, নারীর চুল কাটলো প্রতিপক্ষ!


    দিগন্ত ডেস্কঃ ময়মনসিংহের ধোবাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক নারীর (৪৫) চুল কেটে নির্যাতন করার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের বাসিন্দা।

    গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ওই নারী বাদী হয়ে ধোবাউড়া থানায় ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

    পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে টয়লেট স্থাপনের জায়গা নিয়ে প্রতিবেশী নিরঞ্জন আজীমের সঙ্গে ওই নারীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিরঞ্জন আজীম, চিরান, টুনটুন, চিরানসহ ১৫/১৬ জন মিলে তার ঘরের দরজা ভেঙে লুটপাট ও ভাঙচুর করেন।

    ওই নারী বাড়িতে একা থাকায় নিরঞ্জন আজিম, চিরান, টুনটুন তাকে বেধরক পিটিয়ে চুল কেটে দেয়। এ সময় পানিতে মরিচের গুঁড়া মিশিয়ে গোপনাঙ্গে ছিটিয়ে দেয় তারা।

    পরে স্থানীয়রা জানতে পেরে ওই নারীকে উদ্ধার করে দ্রুত ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    ধোবাউড়া থানা পুলিশের আবুল কালাম আজাদ বলেন, নির্যাতনের শিকার ওই নারী এখনও ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা নেয়ার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

    প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০