• সদ্যপ্রাপ্ত সংবাদ

    স্বপ্নিল চট্টলা - সামাজিক সংগঠন এর বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে " বৃক্ষ রোপণ কর্মসূচি -২০২০ " সম্পন্ন


    সবুজ আন্দোলোনকে সাথে নিয়ে "বৃক্ষ রোপণ কর্মসূচি -২০২০ " এর আওতায় প্রথম পর্বে নগরীর কোতোয়ালি থানাস্থ সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়  প্রাঙ্গণে ১০০ এর বেশি চারা গাছ রোপণ এর মাধ্যমে উদ্ধোধন করা হয়। স্বপ্নিল চট্টলা সামাজিক সংগঠন  বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করে।

    উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর স্পেশাল মেট্রোপলিটন  ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত সচিব সাইফুল আলম চৌধুরী  এবং বিশেষ অতিথি হিসাবে লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন (লিও ক্লাবস) লায়ন ডাঃ মেসবাহ উদ্দিন তুহিন এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ইসমাইল বিন আজিজ( আলভি), বৃক্ষ রোপণ কর্মসূচি কমিটির এডভাইজর মোঃ মোবারক, চেয়ারম্যান শাহরিয়ার রাজ,ট্রেজারার রিদুয়ানুল ইসলাম মারুফ এবং সংগঠনের সদস্য দের মধ্যে উপস্থিত ছিলেন হিরো জন্নাত সাথি, জেসমিন আক্তার জেসি,মোঃ জোবায়েদ,মোঃশামিম, আব্দুর রহমান মানিক, তৌসিফ শাহরিয়ার প্রমুখ।

    স্বপ্নিল চট্টলার এই কার্যক্রমে নগরির বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে পাচ হাজারেও অধিক চারা গাছ রোপণ ও বিতরণ করা হবে।

    প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০