করোনায় মারা যাওয়া সিভাসু কর্মকর্তার পরিবারকে আর্থিক অনুদান
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল-এর পরিবারকে সিভাসু অফিসার সমিতির পক্ষ থেকে আর্থিক অনুদান হিসেবে এক লক্ষ ১৩ হাজার (১, ১৩,০০০) টাকা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০.০৯.২০২০) দুপুর ১২টায় সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ তাঁর কার্যালয়ে মোস্তফা কামালের স্ত্রীর হাতে অনুদানের চেক তুলে দেন।
এই সময় বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (অর্থ ও হিসাব) মো: আবুল কালাম, উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান, অফিসার সমিতির সভাপতি ডা: কাজী রোখসানা সুলতানা ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু মোহাম্মদ আরিফসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মোস্তফা কামাল সিভাসু’র হাটহাজারীস্থ রিসার্চ এন্ড ফার্ম বেইজড ক্যাম্পাসে কর্মরত ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি গত ১৭ জুন, ২০২০ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
প্রকাশিত: বৃহস্পতিবার ১০, সেপ্টেম্বার ২০২০
আজ বৃহস্পতিবার (১০.০৯.২০২০) দুপুর ১২টায় সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ তাঁর কার্যালয়ে মোস্তফা কামালের স্ত্রীর হাতে অনুদানের চেক তুলে দেন।
এই সময় বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (অর্থ ও হিসাব) মো: আবুল কালাম, উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান, অফিসার সমিতির সভাপতি ডা: কাজী রোখসানা সুলতানা ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু মোহাম্মদ আরিফসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মোস্তফা কামাল সিভাসু’র হাটহাজারীস্থ রিসার্চ এন্ড ফার্ম বেইজড ক্যাম্পাসে কর্মরত ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি গত ১৭ জুন, ২০২০ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
প্রকাশিত: বৃহস্পতিবার ১০, সেপ্টেম্বার ২০২০