চা- আনতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় কিশোর নিহত।
মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর ( আর এ কে সিরামিক্স সংলগ্ন) এলাকায় ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মোঃ রাব্বি( ১৪) নামে এক কিশোর নিহত হয়!
৭ই সেপ্টেম্বর (সোমবার ) বিকাল ৪:৩০ টায় এ দুর্ঘটনাঘটে।
প্রত্যক্ষকারী কনক জানান, নিহত রাব্বি মেসার্স সোহাগ ইন্জিনিয়ারিং ওয়ার্কসপ এর কর্মচারী।
তিনি মালিকের নির্দেশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হয়ে পশ্চিম পাশে চা আনতে মহাসড়ক পার হওয়ার জন্যে ডিভাইডারে দাঁড়িয়ে ছিলো এ সময় বিপরীত দিক থেকে আসা। পিকআপে'র ধাক্কায় পড়ে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরো বলেন, নিহত রাব্বি রাস্তায় পড়ে থাকতে দেখেও ওয়ার্কসপের একজন লোকও এগিয়ে আসেনি। এটা যে তাদের কর্মচারী তা স্বীকার করতেই চান না। এটা অমানবিক। পরে পুলিশ এসে নিহতের লাশ নিয়ে যায়।
প্রকাশিত: সোমবার ০৭, সেপ্টেম্বার ২০২০
৭ই সেপ্টেম্বর (সোমবার ) বিকাল ৪:৩০ টায় এ দুর্ঘটনাঘটে।
প্রত্যক্ষকারী কনক জানান, নিহত রাব্বি মেসার্স সোহাগ ইন্জিনিয়ারিং ওয়ার্কসপ এর কর্মচারী।
তিনি মালিকের নির্দেশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হয়ে পশ্চিম পাশে চা আনতে মহাসড়ক পার হওয়ার জন্যে ডিভাইডারে দাঁড়িয়ে ছিলো এ সময় বিপরীত দিক থেকে আসা। পিকআপে'র ধাক্কায় পড়ে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরো বলেন, নিহত রাব্বি রাস্তায় পড়ে থাকতে দেখেও ওয়ার্কসপের একজন লোকও এগিয়ে আসেনি। এটা যে তাদের কর্মচারী তা স্বীকার করতেই চান না। এটা অমানবিক। পরে পুলিশ এসে নিহতের লাশ নিয়ে যায়।