• সর্বশেষ আপডেট

    স্ত্রী'কে শ্বাসরোধে হত্যা করে স্বামী পলাতক!

    মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রী কে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। হত্যার পর স্বামী পলাতক রয়েছেন। নিহত সূবর্না বেগম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মকন্ধপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী।

    পুলিশ সূত্রে জানা যায়, গত তিন মাস আগে সূবর্না তার দুই ছেলে ও স্বামী লিটন মিয়াকে নিয়ে গাইবান্ধা থেকে জীবিকার উদ্দেশ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আসে।
    উপজেলার জালাল গেট এলাকায় মনিরুল ইসলামের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। আর স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন সূবর্না। স্বামী লিটন মিয়া বেকার থাকায় প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এর ধারাবাহিকতায় বুধবার রাতের কোনো এক সময় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান লিটন। বৃহস্পতিবার সকালে বাড়ির কেয়ারটেকার  ডাকতে গেলে সূবর্নাকে ঘরের মেঝেতে মৃত পড়ে থাকতে দেখেন।

    কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত লিটনকে গ্রেফতারে চেষ্টা চলছে।

    প্রকাশিত: শনিবার ১৫, অগাস্ট ২০২০