Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  ভ্যাকসিন নিয়ে আলোচনা করতে এসেছেন শ্রিংলা:পররাষ্ট্রমন্ত্রী

  ছবি সংগৃহীত।

  অক্সফোর্ডের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের সঙ্গে ভারতের অংশীদারিত্ব থাকায় সেই ভ্যাকসিন বাংলাদেশ কীভাবে সহজে পেতে পারে সে বিষয়ে আলোচনা করতেই দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।এছাড়া দুই দেশের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে বলেও জানান তিনি। 

  বুধবার সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয় মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যোরাল উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

  পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস পরবর্তীতে ব্যবসা-বাণিজ্য শুরু হচ্ছে। এই অবস্থায় কীভাবে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করবো সে বিষয়েও আলোচনা হবে। আমাদের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক অনেক সমস্যা আছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় সেই সব সমস্যারও সুন্দর সমাধান হবে।

  করোনাভাইরাস পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকদের অসুবিধা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “প্রবাসীদের ব্যাপারে সরকার প্রথম থেকেই যোগাযোগ রাখছে। সেসব দেশের সঙ্গে কথা হয়েছে। অনেক দেশ প্রবাসীদের কয়েক মাসের বেতনও দিয়েছে। প্রবাসীরা অধিকাংশই বেসরকারি কাজ করেন। তাই তারা বসিয়ে বেতন দিতে পারছে না জানালে আমরা আমাদের নেওয়া ব্যবস্থার কথা জানাই।” 

  দেশে এসে আটকা পড়া মধ্যপ্রাচ্যের প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, “তাদের ভিসার মেয়াদ বিনামূল্যে বাড়িয়ে দেওয়া হবে। এ ব্যাপারে সেসব দেশের সাথে কথা হয়েছে। শুধুমাত্র আরব আমিরাতের ক্ষেত্রে তারা নতুন নিয়ম চালু করায় পারা যাচ্ছে না।”


  প্রকাশিত: বুধবার ১৯, অগাস্ট ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad