Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  ময়মনসিংহে পুকুরে ডুবে শিশু ফারজানার মৃত্যু, উদ্ধার করলো ডুবুরি।

  মোঃ ফজলুল হক ভুঁইয়া, ময়মনসিংহঃ- ময়মনসিংহের নান্দাইলে ফারজানা আক্তার (৭) নামে এক শিশু কন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ফারজানা  উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের   দক্ষিণ বাশাটি (আডিরা ভুইঞা বাড়ী)গ্রামের আবদুল্লাহ আল মামুনের কন্যা । ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ১টার সময় স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান জানান,খালাতো ভাই মোনায়েম (৬) সহোদর ভাই মাহিন (৫) ও ফারজানা তিনজনে  মিলে বাড়ির পুকুরের অল্প পানিতে   খেলা করছিল।

  হঠাৎই ফারজানা পুকুরের গভীর পানিতে চলে যায়, সাথে থাকা দুইজন দ্রুত বাড়িতে গিয়ে খবর জানায় ফারাজানা পুকুরে ডুবে গেছে। বাড়ির লোকজন ২ ঘন্টা চেষ্টা করেও শিশু  ফারজানাকে উদ্ধারে ব্যর্থ হয়। অবশেষে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নান্দাইল ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় বিকাল চারটায় ফারজানার লাশ তুলতে সক্ষম হয়।

  ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান মোঃ মোস্তফা কামাল জানান, প্রায় ১০ ফুট গভীরের পুকুরের তলায় চলে যাওয়ার উদ্ধারেে করতে অনেক সময় লেগেছে।

  প্রকাশিত: রবিবার ২৩, অগাস্ট ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad