Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  বগুড়ার ধুন‌টে ৩০০ শিক্ষক-কমর্চারী পেলেন প্র‌নোদনার টাকা

  মনিরুজ্জামান, বগুড়াঃ- বগুড়ার ধুনট উপ‌জেলার নন-এম‌পিও কা‌রিগ‌রি ও মাদ্রাসা শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের ৩০০ জন শিক্ষক-কর্মচারীর ম‌ধ্যে প্রধানমন্ত্রীর ঘো‌ষিত বি‌শেষ প্র‌নোদনার চেক বিতরণ করা হয়। ৬ আগস্ট বৃহস্প‌তিবার দুপুর সা‌ড়ে ১২ টার সময় ধনুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চেক বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  এই চেক বিতারণের অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আস‌নের সংসদ সদস্য বীরমু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব হা‌বিবর রহমান  (এমপি)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ধুনট উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান মহ‌সিন আলম, ধুনট উপ‌জেলা মাধ্য‌মিক শিক্ষা অ‌ফিসার শ‌ফিউল আলম, ধুনট থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) কৃপা সিন্ধু বালা। এই চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধুনট উপ‌জেলা নির্বা‌হি কর্মকর্তা সঞ্জয় কুমার মহ‌ন্ত।

  উক্ত অনুষ্ঠা‌নে ধুনট উপ‌জেলার ২৪৮জন শিক্ষক‌কে ৫হাজার টাকা ক‌রে এবং ৫২জন কর্মচারীর ম‌ধ্যে আড়াই হাজার টাকা ক‌রে মোট ১৩লাখ ৭০হাজার টাকার চেক বিতরণ করা হয়।

  প্রকাশিত: বৃহস্পতিবার ৬, অগাস্ট ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad