Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  ত্রিশালে সাংবাদিকের ভাই খুন ও পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  এনামুল হক, ত্রিশাল-ময়মনসিংহঃ- ময়মনসিংহে ত্রিশালে সাংবাদিক  মাসুদের ভাই মনিরের খুনিদের ফাঁসি ও টেকনাফে ওসি প্রদীপ সাহা কতৃক নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফার মুক্তির দাবীতে রোববার ১৬  আগষ্ট সকাল ১১ টা থেকে ময়মনসিংহ ঢাকা মহাসড়কে  ত্রিশালে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্টিত হয়।
  মানববন্ধনে বক্তব্য রাখেন ত্রিশাল রিপোর্টাস ক্লাবের সভাপতি কামাল,ত্রিশাল অনলাইন প্রেসক্লাবে সভাপতি মেঃ এনামুল হক,সেক্রেটারি মোঃ শামীম, ত্রিশাল উপজেলা প্রেসক্লবের সভাপতি ফজলে রশিদ রাব্বি সেক্রেটারি ফখরুল আহম্মদ ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।বক্তাগণ সাংবাদিক মাসুমের ভাই মনিরের খুনিদেরকে অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবী জানান।এছাড়া টেকনাফের ওসি প্রদীপ কতৃক নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফার দ্রুত মুক্তি কামনা করা হয়।

  প্রকাশিত: রবিবার ১৬, অগাস্ট ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad