Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  পুকুরে গোসল করতে গিয়ে সহোদর দুইভাইয়ের মৃত্যু!

  মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঝেঞ্জিচালা এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে!  অন্য একজন কে আশঙ্কাজনক অবস্থায় মৌচাক পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  আজ (১২ আগস্ট) বুধবার দুপুরে বাড়ির পাশে ৪ বন্ধু মিলে পুকুরে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হাকিম(১৪) ও মোস্তাকিন হোসেন(১০) উপজেলার ঝেঞ্জিচালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
  স্হানীয়রা জানান, চাঁদপুরের মতলব থানার মৈইশমারী গ্রাম থেকে আনোয়ার হোসেন তার স্ত্রী সন্তানসহ আমাদের এলাকায় আসে। এখানে আল্প কিছু জমিক্রয় করে বাড়ী নির্মান করে বসবাস শুরু করে। নিহতরা দুই ভাই স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশুনা করতো।

  দুপুরে ৪ বন্ধু মিলে বাড়ি পাশে পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিতে তিন বন্ধু ডুবে যায়। অপরজন বাড়ীতে এসে খবর দিলে স্থানীয় গিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে। অন্যজনকে দ্রুত  হাসপাতালে পাঠায়।

  প্রকাশিত: বুধবার ১২, অগাস্ট ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad