• সদ্যপ্রাপ্ত সংবাদ

    নোয়াখালী সোনাইমুড়ীতে বাসচাপায় ট্রাক্টরচালক নিহত।


    মোঃইব্রাহিম,নোয়াখালীঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় সুজন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে সোনাইমুড়ী প্রধান সড়কের আয়েশা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় সুজন (২৩) নামে এক হ্যান্ডট্রাক্টরচালক নিহত হয়েছেন। রোববার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বগাদিয়া এলাকায় নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত সুজন উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া এলাকার হারিছ আহমদের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজের ট্রাক্টর নিয়ে বগাদিয়া থেকে সোনাইমুড়ীর দিকে যাচ্ছিল সুজন। এসময় চৌমুহনী মুখি ‘উপকূল সার্ভিসের’ একটি যাত্রীবাহী বাস সুজনের ট্রাক্টরটিকে চাপা দিলে ট্রাক্টরটি ধুমড়েমুছড়ে গিয়ে বাস চাপা পড়ে সুজন নিহত হয়।

    সোনাইমুড়ী থানার এসআই মো. ফারুক বলেন, স্থানীয় লোকজন বাসটিকে জব্দ করে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে যান। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

    প্রকাশিত: রবিবার ৯, অগাস্ট ২০২০