• সর্বশেষ আপডেট

    গাজীপুরের কালিয়াকৈরে দুই বাস মুখোমুখি সংঘতগর্ষ, শুরুতর আহত ১০জন!


    মোহাম্মদ তাজুল ইসলাম,গাজীপুরঃ গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্ট্যান্ডে  ঢাকা টাঙ্গাইল হাইওয়ে রোডে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন গুরুতর আহত হয়! 

    আহতদের মৌচাক পপুলার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঐ দুজন সম্পর্কে মা ও ছেলে। তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় এখনো পাওয়া যায় নি।

    স্থানীয় লোকজন জানান, মৌচাকে বাস স্ট্যান্ডে ঢাকা থেকে ছেড়ে আশা প্রভাতী বনশ্রী বাসটির যাত্রী উঠানামা করছিলেন। ঠিক একই সময় ঢাকা থেকে আশা আরেকটি বাস কালিয়াকৈর গামী আজমেরী গ্লোরী বাসটি পিছন থেকে বনশ্রী পরিবহন কে ধাক্কা দেয়।

    এসময় আজমেরি বাসটির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। আজমেরী গ্লোরী বাস টির সামনে বসা যাত্রীদের ক্ষতি হয়। বিক্ষুব্ধ জনগণ আজমেরী বাস টির চালককে ধরে গণধোলাই দেন। এক পর্যায়ে বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়।পড়ে কোনাবাড়ী সালনা হাইওয়ে থানা  পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটিকে তাদের হেফাজতে নিয়ে যায়।


    প্রকাশিত: মঙ্গলবার ৪, অগাস্ট ২০২০